খুব সহজেই আপনার কম্পিউটারের উইন্ডোজের অটো আপডেট বন্ধ করে নিন।


হ্যালো পাঠকগণ,
আসসালামু আলাইকুম। আশাকরি সকলেই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। 
আমরা সকলেই যারা কম্পিউটার ইউজ করে থাকি তারা কমবেশি একটি সমস্যা ফেস করে থাকি। আর সেটা হলো কম্পিউটার এর উইন্ডোজের অটো আপডেট। 
হ্যাঁ, আজ আমি আপনাদের কে এ থেকে কিভাবে পরিত্রান পেতে হয় তাই শিখিয়ে দেব। তবে আর কথা নয় কাজে নেমে পড়ি।

০১। আপনারা প্রথমে this pc অথবা my computer কম্পিউটারে যা আছে তার ওপর ডান বাটন ক্লিক করুন।
০২। অতঃপর manage অপশনটিতে ক্লিক কর।আপনাদের সামনে নিচের মত একটি উইন্ডো প্রদর্শিত হবে।


০৩। এরপর services and applications অপশনটিতে ডাবল ক্লিক করুন।
০৪। আপনাদের সামনে একটি নতুন উইন্ডো প্রদর্শিত হবে যেখানে setting icon সহ services option পাবেন। সেখানে ডাবল ক্লিক করুন।


০৫। এরপর আপনাদের সামনে একটি নতুন উইন্ডো আসবে যেখানে অনেকগুলো অপশন থাকবে। আপনারা ক্রল করে নিচে চলে আসলে windows update নামে একটি অপশন দেখতে পাবেন এখানে প্রবেশ করুন।


০৬। এরপর চিত্রের মত একটি নতুন উইন্ডো আসবে। যেখানে আপনাদের startup type, manual অথবা automatic থাকবে।


০৭। এটাকে disable করে নিন। এরপরে apply করে ওকে বাটন চাপুন।
আপনাদের কাজ শেষ। এখন আপনাদের উইন্ডোজের অটো আপডেট হয়ে বন্ধ গেছে।

আজ আর নয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকব।।
আল্লাহ হাফেজ।।

Post a Comment

0 Comments