খুব সহজেই আউটসোর্সিং এর মাধ্যমে দিনে 1$ - 5$ আয় করুন।


হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম। আমি এম এইচ ইমন আমার ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভাল আছেন।

আউটসোর্সিং কথাটার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। আমরা হয়তো অনেকেই এর সাথে জড়িতও আছি। ভিন্নভাবে আউটসোর্সিং করা যায়, এর জন্য যেমন বিভিন্ন কঠিন পথ রয়েছে তেমনি রয়েছে অনেক সহজ পথও। আজ আমি আপনাদের সামনে তেমনই একটা সহজ পথ অর্থাৎ কোন একটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব যেখান থেকে আপনি খুব সহজে মাসে একটা ভালো earning করতে পারবেন।

যাই হোক কাজের কথায় আসি,
প্রথমেই আপনি এখানে ক্লিক করে প্রবেশ করুন।
আপনার সামনে একটা সাইট ওপেন হবে। এরপর sign up এ ক্লিক করে ইমেইল পাসওয়ার্ড এবং একটা ইউজার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি তারপর পর থেকেই কাজ করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন ওয়েবসাইট view করার মাধ্যমে বিটকয়েন পেতে থাকবেন যা আপনার বিটকয়েন ওয়ালেট এ নিতে পারবেন। আপনি তিন ভাবে ওয়েবসাইট ভিউ করতে পারবেন। অপশনগুলো আপনার ড্যাশবোর্ডে দেয়া থাকবে।
আপনার যদি বিটকয়েন ওয়ালেট না থাকে তাহলে এখান থেকে একটি Bitcoin Wallet খুলে নিন।


আজ আর নয়। এই পোস্টটি আপনাদের একটুখানি উপকারে আসলে আমি সার্থক। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফ।।

Post a Comment

0 Comments