কিভাবে আপনার Smart Phone Flash দিবেন তা দেখে নিন।


Smart Phone Flash System

Hello Friends,
আজ আামি দেখাবো কিভাবে আপনার স্মার্ট ফোনটি Flash দিবেন। যেহেতু একেক ফোনের Flushing সিস্টেম একেক রকম আমার পক্ষে সব গুলা দেওয়াও সম্বভ নয়। আজ আমি MTK Based ডিভাইস গুলার Flashing System নিয়া বলবো।


Image result for android flash


Warning : বিশেষ বা পূর্বের অবিজ্ঞতা না থাকলে এটি করার চেষ্টা করবেনা। এটু ভুল হলে Phone Defeats করতে পারে।

প্রয়োজনীয় উপকরনঃ

1. Pc

2. USB Driver  Download Link: 
3. SP Flash Tools  Download Link: 

4. Stock ROM of Your Device ( Google search দিলে পাবেন)।

 

এবার মূল কাজে আসিঃ


ধাপ 1: আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েড ইউএসবি ড্রাইভার ইনস্টল করুন. যদি অ্যান্ড্রয়েড ইউএসবি ড্রাইভার ইতিমধ্যে আপনার কম্পিউটারে ইনস্টল করা হয় তাহলে এই ধাপটি বাদ দিন .

ধাপ 2:  আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বন্ধ করে এবং ব্যাটারি খুলে ফেলুন  ( যদি এটা খোলা  )


ধাপ 3: স্টক রম বা কাস্টম রমটি ডাউনলোড করুন যে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের উপর ফ্লাশ দিতে চান এবং  কম্পিউটারের এক্সট্রাক্ট করে রাখুন।

4
র্থ ধাপ: স্মার্ট ফোন ফ্ল্যাশ টুল কম্পিউটারে  এক্সট্রাক্ট করুন।
 
৫ম ধাপ:  Flash too.exe ফাইল টি ওপেন করুন।

ধাপ 6 : এবার স্মার্ট ফোন ফ্ল্যাশ টুল চালু ।  এবার ডাউনলোড ট্যাবে ক্লিক করুন।

ধাপ ৭ : এবার ডাউনলোড মেনু থেকে scatter-loading বাটনে ক্লিক করুন।

ধাপ ৮ : এবার Scatter ফাইলটি Select করুন ( ফাইলটি আপনি যেই ফোল্ডারে রমটি এক্সট্রাক্ট করে রাখছেন ঐ ফোল্ডারে পাবেন)।
 
ধাপ ৯ : এবার ডাউনলোড বাটনে ক্লিক করুন।
 
ধাপ 10 : এখন  আপনার ফোনটিকে কম্পিউটারের সাথে USB তারের মাধ্যমে  সংযোগ করুন. মোবাইলের ভলিউম ডাউন বা ভলিউম আপ বাটন চাপুন , যাতে আপনার কম্পিউটারে সহজেই আপনার স্মার্টফোনের শনাক্ত করতে পারে।
 
11
ধাপ : সব কিছু ঠিক থাকলে , একটি সবুজ রিং প্রদর্শিত হবে ।


এবার আপনার ফোন ফ্লাস সম্পন্ন হয়েছে।





Post a Comment

0 Comments